জাতি গঠনের শপথ নিয়ে ও অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দৌলতপুর নামক জায়গায় দেশের অন্যতম কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো “শহীদ শেখ রাসেল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ”।শিক্ষার্থীদের মেধা বিকাশের জাতীয় মূল ধারার বাংলা কারিগরি শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খল পরিবেশে ও নৈতিক আদর্শের মানুষ গঠনের উদ্দেশ্য নিয়ে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে, বিস্তৃত খোলা প্রান্তরে ২০২১ সালে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া পৌরসভার মৌজার প্রায় ১.৫ একর জমিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে যেখানে রয়েছে ৫ তলা একাডেমিক ভবন এবং ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন। “শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ”-এ ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রভাতি ও দিবা শাখায় বাংলা মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস